কর বৃদ্ধি ছাড়াই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

২৮ আগস্ট, ২০২৫ নারায়ণগঞ্জ ভয়েস
img_

কর বৃদ্ধি ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। বৃহস্পতিবার সকালে নগরভবন অডিটোরিয়ামে নাসিক প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

নতুন বাজেটে আয় ধরা হয়েছে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ১৩ লাখ টাকা। ফলে বছর শেষে উদ্বৃত্ত থাকবে প্রায় ৯৬ কোটি টাকা।

বাজেট ঘোষণার সময় প্রশাসক কামরুজ্জামান বলেন,

নগরবাসীর জীবনমান উন্নয়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে।

  • ২০ কিলোমিটার সঞ্চালন ও ৩০০ কিলোমিটার বিতরণ পানির পাইপলাইন স্থাপন

  • ৩৫ কিমি ড্রেন নির্মাণ-পুনর্নির্মাণ

  • ৫ হেক্টর জমিতে পার্ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণ

  • কদমরসুল ব্রিজ প্রকল্পের কাজ চলমান

বাজেটে উল্লেখ করা হয়, জালকুড়িতে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের কাজ শেষ হয়েছে এবং কদমরসুল এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণে ২৩৪ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নকর্মীদের জন্য ইসদাইর ও ঋষিপাড়ায় ৩৬৯টি ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন হয়েছে।

সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ১৬ নম্বর ওয়ার্ডের নাগবাড়িতে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় সাধু নাগ মহাশয় মন্দির পুনর্নির্মাণ চলছে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ৩৪টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজও চলছে।

বাজেটে সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ল্যাকটেটিং মাদার ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও রোগীদের অনুদান চালু থাকবে। পাশাপাশি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ কার্যক্রম চলমান থাকবে।